- ধর্ষণের জন্যে যারা সার্বিকভাবে নারীর পোশাককে দায়ী করে এমন দুজন ব্যক্তিকে প্রশ্ন করলাম, ভাই আপনাদের সামনেও তো কতো অশালীন পোশাক পরা মেয়েরা চলাফেরা করে আপনারা তাদেরকে ধর্ষণ করেননা কেনো? তাদের জবাব ছিলো, ভাই আমরা এতটা নোংরা মানুষিকতা নিয়ে চলিনা যতটা নোংরা মানুষিকতা আমাদেরকে ধর্ষকের কাতারে নিয়ে যাবে।
- এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে ধর্ষণের মতো জঘন্য কাজের সম্পূর্ণ দোষারোপ মাতৃতুল্য নারী জাতির ঘাড়ে চাপান? কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে বাচ্ছা মেয়ের ধর্ষণের জন্যেও পোশাককে দায়ী করেন? কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে ধর্ষিতাকে উদ্দেশ্য করে বলতে পারেন যে মেয়েটা খারাপ ছিলো তাই ধর্ষণ হয়েছে? আর কত পরিচ্ছন্নতা লুকিয়ে আছে আপনাদের সাড়ে তিন হাতের অবয়বের মাঝে??
- ধর্ষণের জন্যে পোশাককে যদি দায়ী করা হয় তাহলে ইউরোপ এর দেশ গুলোতে প্রতি মূহুর্তেই ধর্ষণের ঘটনা ঘটতো। কিন্তু সেখানে এমনটা তুলনামূলকভাবে খুবই কম দেখা যাচ্ছে কারণ আমেরিকার মতো একটা খোলামেলা দেশেই ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে ধর্ষককে ২০-৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়। অথচ আমাদের দেশে ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষকের বিচারের পরিবর্তে ধর্ষিতার ছবি অনলাইন মিডিয়ায় ভাইরাল করে তাকে সারা বিশ্বের সামনে পুনরায় ধর্ষণ করা হয়।
- সর্বোপরি ধর্ষকের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে নারীবাদী উপাধি দেয়া হয়, তবুও ভালো আমরা মা জাতীর পক্ষে আমরা সকল নিষ্পাপ ধর্ষিতার পক্ষে।
📱mahfooz
Mahfooz's personal blog
লুডু খেলে ইনকাম করুন
লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!
আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!
Wednesday, 12 March 2025
ধর্ষণ (নারীর পোশাক ও পুরুষের নোংরা মানুষিকতা)
Monday, 20 February 2023
How to become a successful seller on Fiverr?
1. Create a professional profile: Create a professional profile that accurately reflects your skills and experience. Make sure to include a professional profile photo, portfolio showcase, and customer feedback.
2. Choose the right gigs: Choose gigs that are related to your experience and that you can deliver with quality. Don’t forget to check out the competition and adjust your gig prices accordingly 3. Promote your gigs: Promote your gigs on social media, and don’t forget to use the Fiverr forums and other online platforms. 4. Provide top-notch customer service: Provide fast and friendly customer service and always deliver high-quality work. 5. Ask for customer reviews: Don’t be afraid to ask your customers for reviews, as these will help you to build a positive reputation and attract more customers. 6. Use Fiverr Pro: Fiverr Pro is a great way for experienced Fiverr sellers to showcase their work to a larger audience. 7. Offer discounts and incentives: Offer discounts and incentives to encourage customers to buy from you. 8. Keep learning: Keep up to date with the latest trends and developments in the field. This will help you
Wednesday, 21 September 2022
প্রত্যাবর্তন
একদিন খুব ভোরে জানালার বাইরে বৃষ্টি হবে। বৃষ্টি আমাকে ছুঁতে পারবেনা, আমি আলতো করে ছুঁয়ে দিবো বৃষ্টিকে। একটু পর বৃষ্টি থামলে আমি ঘুমিয়ে পড়বো, একটু ভিন্নধর্মী ঘুম। জেগে উঠবো এক ভুতুড়ে মরুভূমিতে; সহস্র সূর্য থাকবে চারিদিকে তবুও অন্ধকারে আমি তোমাকে খুঁজে পাবো না, খুঁজে পাবো না তোমাদের কাউকে। একদিন আমার দিন ফুরিয়ে যাবে শুধুই রাত গুলোই থাকবে, কারন এখন তো আমার দিনরাত সবই দিনের মতো। আমি জেগে থাকি সবার মাঝে, আমি জেগে থাকি নিজের মাঝে। সেদিন হয়তো এই শহরের কাকেরা তোমাদেরকে আমার প্রস্থানের সুসংবাদ দিবে। আমার প্রস্থানই কি তোমাদের জন্য সুখকর নয়? তবে কেনো আমাকে কৌশলে ঠেলে দিচ্ছ মানবপুরীর অদূরে? একদিন তোমাদের শ্মশানে পোড়ানোর মতো কোনো মৃতদেহ আসেবনা, থাকবেনা কোনো কবর খোঁড়ার ব্যস্ততা। আমার প্রস্থান ই হবে এই জমিনের সর্বশেষ কোনো মানবের প্রস্থান। তোমরা বেঁচে থাকবে তোমাদের নোংরা জীবন নিয়ে যে জীবনে থাকবেনা প্রকৃত হৃদয়ের কেউ যারা মানুষকে আপন করে নিতে চায় সবকিছু ভুলে গিয়ে। কি ভেবেছো, এসবই সত্য হবে? তবে জেনে রেখো আমি ফিরে আসবো এক কুৎসিত রূপে যা দেখে আমার প্রজায়িনী ছাড়া আর সবাই বমি করতে করতেই মারা যাবে। আমি আসবো এযাবৎকালের সবচেয়ে নিকৃষ্ট হৃদয় নিয়ে যা তোমাদেরকে প্রজ্বলিত করবে হাবিয়া'র থেকেও ভয়ংকর কোনো নরকের অগ্নিতে। সেদিন প্রেয়সীকে দেয়ার মতো আর কোনো Rhododendron ফুটবে না।
Sunday, 30 January 2022
জন্মদিনের উপহার
আমার ফুলটা পরীর মতো।।
চারুর স্মৃতিপট এর কিছুকথা
- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...
-
ভেবেছিলাম পরেরবার যখন তার সাথে দেখা হবে, তাকে আমি "বেশ্যা" বলে গালি দিব। আজ দু'শ তেতাল্লিশ দিন পর তার সাথে দেখা হয়েছিলো, হাস...
-
- ভালো মানুষ যখন খারাপ পরিবেশে যোগ দেয় ব্যাপারটা তখন সবার কাছেই খারাপ লাগে। আমি মাশরাফির রাজনীতি নিয়ে বলছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা খুব...