লুডু খেলে ইনকাম করুন

লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!

আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!

🎮 এখনই খেলতে শুরু করুন
🔒 নিরাপদ পেমেন্ট | 📱 মোবাইল দিয়ে খেলা | 💸 ইনকাম বিকাশে

Friday, 8 June 2018

আত্মহত্যা (রিয়া কে উৎসর্গ)

- "suicide is not a game" আত্মহত্যা কোনো খেলা নয়, যে আপনার মন চাইলেই আপনি আত্মহত্যা করবেন।
- পৃথিবীতে প্রতিবছর আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা প্রায় দশ লক্ষের মতো। মানুষের মৃত্যুর ত্রয়োদশ কারণ হিসেবে আত্মহত্যাকে চিহ্নিত করা হয়েছে।
- অধিকাংশ ধর্মেই এটি পাপ হিসেবে বিবেচিত, কিছু কিছু ধর্মে আত্মহত্যাকে মহাপাপ হিসেবে বলা হয়েছে।
- কিন্তু মানুষিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখুন, একজন মানুষ কতোটা ডিপ্রেশনে থাকার পর আত্মহত্যাকে সর্বশেষ পন্থা হিসেবে বেছে নেয়। মানুষ মরার জন্য আত্মহত্যা করেনা, মূলত প্রচন্ড মানুষিক যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্যই আত্মহত্যা করে।
- ওপারে ভালো থেকো বোন, হয়ত আর কখনো চৌমুহনী কলেজের আঙিনায় তোমার পদচিহ্ন পড়বেনা। কিন্তু তোমার কাছের অথবা কিঞ্চিত দূরের শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে বেঁচে থাকবে তুমি।
- missing riya😰
📱mahfooz

No comments:

Post a Comment

চারুর স্মৃতিপট এর কিছুকথা

- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...