- ঘৃণা নামক অনুভূতি টা অনেকটা স্লো পয়জনিং এর মতো, কারো প্রতি একবার ঘৃণা জমতে শুরু করলে এর তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে।
- এই যেমন কিছু মানুষের উপর ভীষণভাবে ঘৃণা জমতে শুরু করল, অথচ আমরা একইসাথে একটা ক্ষুদ্র আকাশের নীচেই বাস করি। কত যুগ ধরে আমাদের চেনা জানা, কতকাল ধরে পরিচয়।
- এখন প্রতিটা মুহূর্তে ভাসে কিছু গৃহহীন আর্শ্চর্যবোধক চিহ্ন, এ সম্পর্কের লিখিত সনদের কোথায়ও আর্শ্চর্যবোধক চিহ্নের কথা লেখা নেই। মাঝে মাঝে তো এসব দেখে চোখ উপড়ে ফেলার মতো অবস্থা হয়।
- আসলে বাস্তব কথা হলো, কিছু কিছু সম্পর্কের সূত্রে গড়মিল না থাকলেও উত্তরে এসে কিছুই মিলে না। আবার কিছু সম্পর্কের হিসাব হাজারো ভুল সূত্র দিয়েও মিলানো সম্ভব।
লুডু খেলে ইনকাম করুন
লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!
আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!
Saturday, 23 March 2019
Subscribe to:
Post Comments (Atom)
চারুর স্মৃতিপট এর কিছুকথা
- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...
-
ভেবেছিলাম পরেরবার যখন তার সাথে দেখা হবে, তাকে আমি "বেশ্যা" বলে গালি দিব। আজ দু'শ তেতাল্লিশ দিন পর তার সাথে দেখা হয়েছিলো, হাস...
-
- ভালো মানুষ যখন খারাপ পরিবেশে যোগ দেয় ব্যাপারটা তখন সবার কাছেই খারাপ লাগে। আমি মাশরাফির রাজনীতি নিয়ে বলছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা খুব...
No comments:
Post a Comment