লুডু খেলে ইনকাম করুন

লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!

আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!

🎮 এখনই খেলতে শুরু করুন
🔒 নিরাপদ পেমেন্ট | 📱 মোবাইল দিয়ে খেলা | 💸 ইনকাম বিকাশে

Saturday, 23 March 2019

ঘৃণা

- ঘৃণা নামক অনুভূতি টা অনেকটা স্লো পয়জনিং এর মতো, কারো প্রতি একবার ঘৃণা জমতে শুরু করলে এর তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে। - এই যেমন কিছু মানুষের উপর ভীষণভাবে ঘৃণা জমতে শুরু করল, অথচ আমরা একইসাথে একটা ক্ষুদ্র আকাশের নীচেই বাস করি। কত যুগ ধরে আমাদের চেনা জানা, কতকাল ধরে পরিচয়। - এখন প্রতিটা মুহূর্তে ভাসে কিছু গৃহহীন আর্শ্চর্যবোধক চিহ্ন, এ সম্পর্কের লিখিত সনদের কোথায়ও আর্শ্চর্যবোধক চিহ্নের কথা লেখা নেই। মাঝে মাঝে তো এসব দেখে চোখ উপড়ে ফেলার মতো অবস্থা হয়। - আসলে বাস্তব কথা হলো, কিছু কিছু সম্পর্কের সূত্রে গড়মিল না থাকলেও উত্তরে এসে কিছুই মিলে না। আবার কিছু সম্পর্কের হিসাব হাজারো ভুল সূত্র দিয়েও মিলানো সম্ভব।

No comments:

Post a Comment

চারুর স্মৃতিপট এর কিছুকথা

- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...