পুরো ইউনিভার্সটা চলতেছে রিভার্স ইউনিভার্স হয়ে।
আপনি যেটা পছন্দ করবেন সেটা কখনোই হবেনা আপনার সাথে, না হলেও আপনার অভিযোগ নেই মানলাম। কিন্তু এর ঠিক উল্টোটা হবে আপনার সাথে, এবার দেখবো আপনি অভিযোগ কিভাবে দমিয়ে রাখেন।
কেউ একজন আপনার পছন্দকে দাম দিচ্ছেনা, আপনিও জোর করছেন না। কিন্তু আপনার ভিতরের সত্বা কি সেটা মানতে পারবে? পারলেও ক'দিন পারবে? আস্তে আস্তে একদিন নিজের অজান্তেই আপনিও তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে চাইবেন না।
আপনি চাচ্ছেন কেউ একজন অন্তত আপনার মনমতো চলুক, আপনিও তার মনমতো চলতে চান। কিন্তু দেখবেন সেই 'একজন' ব্যতীত বাকি সবাই আপনার মনমতো চলতেছে। এবার আপনি কি করবেন? তার কথা শুনবেন নাকি অন্য সবার দলে গিয়ে তার সাথেই দূরত্ব সৃষ্টি করবেন?
এটাই শেষ না, আমি বলতে গেলে রাতটাকে ছাব্বিশ ঘন্টা তেতাল্লিশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড বানাতে হবে কিন্তু সৃষ্টিকর্তাও তো এটা করবে না।
#mahfooz750
লুডু খেলে ইনকাম করুন
লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!
আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!
Subscribe to:
Post Comments (Atom)
চারুর স্মৃতিপট এর কিছুকথা
- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...
-
ভেবেছিলাম পরেরবার যখন তার সাথে দেখা হবে, তাকে আমি "বেশ্যা" বলে গালি দিব। আজ দু'শ তেতাল্লিশ দিন পর তার সাথে দেখা হয়েছিলো, হাস...
-
- ভালো মানুষ যখন খারাপ পরিবেশে যোগ দেয় ব্যাপারটা তখন সবার কাছেই খারাপ লাগে। আমি মাশরাফির রাজনীতি নিয়ে বলছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা খুব...
No comments:
Post a Comment