লুডু খেলে ইনকাম করুন

লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!

আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!

🎮 এখনই খেলতে শুরু করুন
🔒 নিরাপদ পেমেন্ট | 📱 মোবাইল দিয়ে খেলা | 💸 ইনকাম বিকাশে

Sunday, 30 January 2022

সময়

সময় আসলেই পরিবর্তনশীল। 

সময়ের সাথে সাথে মানুষের অবস্থার পরিবর্তন হয়, সেই সাথে চারপাশের মানুষেরও পরিবর্তন হয়। একবছর আগে যে মানুষটা আপনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতো এখন সেটা দিচ্ছে কিনা ভেবে দেখুন। দিচ্ছে না?? কেনো দিবে? এখন সে তাদেরকেই গুরুত্ব দিচ্ছে এসময় যাদেরকে তার বেশি প্রয়োজন। হয়তো তখন আপনার প্রয়োজন ছিলো তার কাছে তাই-ই দিয়েছে। এক্সেপ্টেশন বাদ দিন। প্রকৃতি তার নিয়ম রক্ষা করেই চলে। ইতাহাস সর্বদা পুনরাবৃত্তি করে। আবারও একটা সময় আসবে সে তখন আপনার প্রয়োজনীয়তা অনুভব করবে, সে সময় পর্যন্ত অপেক্ষা করুন।

কেউই আপনাকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিবে না। যখন আপনাকে দরকার হবে তখন আপনাকে খুঁজবে, আপনি ইগনোর করলেও চাতক হয়ে অপেক্ষা করবে। 

No comments:

Post a Comment

চারুর স্মৃতিপট এর কিছুকথা

- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...