লুডু খেলে ইনকাম করুন

লুডু খেলে প্রতিদিন টাকা ইনকাম করুন!

আপনার সময় নষ্ট না করে লুডু খেলে প্রতিদিন ৫০০+ টাকা ইনকাম করুন।
অ্যাপে জয়েন করে প্রতিদিনের মিশন কমপ্লিট করুন, বন্ধুদের সাথে খেলুন আর ইনকাম করুন!

🎮 এখনই খেলতে শুরু করুন
🔒 নিরাপদ পেমেন্ট | 📱 মোবাইল দিয়ে খেলা | 💸 ইনকাম বিকাশে

Wednesday, 12 March 2025

ধর্ষণ (নারীর পোশাক ও পুরুষের নোংরা মানুষিকতা)

- ধর্ষণের জন্যে যারা সার্বিকভাবে নারীর পোশাককে দায়ী করে এমন দুজন ব্যক্তিকে প্রশ্ন করলাম, ভাই আপনাদের সামনেও তো কতো অশালীন পোশাক পরা মেয়েরা চলাফেরা করে আপনারা তাদেরকে ধর্ষণ করেননা কেনো? তাদের জবাব ছিলো, ভাই আমরা এতটা নোংরা মানুষিকতা নিয়ে চলিনা যতটা নোংরা মানুষিকতা আমাদেরকে ধর্ষকের কাতারে নিয়ে যাবে।
- এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে ধর্ষণের মতো জঘন্য কাজের সম্পূর্ণ দোষারোপ মাতৃতুল্য নারী জাতির ঘাড়ে চাপান? কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে বাচ্ছা মেয়ের ধর্ষণের জন্যেও  পোশাককে দায়ী করেন? কতটা পরিচ্ছন্ন মানুষিকতার হলে ধর্ষিতাকে উদ্দেশ্য করে বলতে পারেন যে মেয়েটা খারাপ ছিলো তাই ধর্ষণ হয়েছে? আর কত পরিচ্ছন্নতা লুকিয়ে আছে আপনাদের সাড়ে তিন হাতের অবয়বের মাঝে??
- ধর্ষণের জন্যে পোশাককে যদি দায়ী করা হয় তাহলে ইউরোপ এর দেশ গুলোতে প্রতি মূহুর্তেই ধর্ষণের ঘটনা ঘটতো। কিন্তু সেখানে এমনটা তুলনামূলকভাবে খুবই কম দেখা যাচ্ছে কারণ আমেরিকার মতো একটা খোলামেলা দেশেই ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে ধর্ষককে ২০-৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়। অথচ আমাদের দেশে ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষকের বিচারের পরিবর্তে ধর্ষিতার ছবি অনলাইন মিডিয়ায় ভাইরাল করে তাকে সারা বিশ্বের সামনে পুনরায় ধর্ষণ করা হয়।
- সর্বোপরি ধর্ষকের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে নারীবাদী উপাধি দেয়া হয়, তবুও ভালো আমরা মা জাতীর পক্ষে আমরা সকল নিষ্পাপ ধর্ষিতার পক্ষে।
📱mahfooz



No comments:

Post a Comment

চারুর স্মৃতিপট এর কিছুকথা

- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...