Monday 27 August 2018

নিরাপধ সড়ক চাই

- ছাত্রদের দাবি আদায়ের আন্দোলন নিয়েও চলছে রাজনীতি, উভয় দলের কিছু মূর্খ রাজনীতিবিদ রা আন্দোলন টিকে নিজেদের পক্ষে কিংবা বিপক্ষে টেনে নিচ্ছে।
- একদিকে বিএনপি জামাত এর অনেক নেতা কর্মীরা এই আন্দোলনকে নিজেদের পক্ষে ধরে নিচ্ছে, অপর দিকে আওয়ামীলীগ এর কিছু নেতা কর্মীরা এটিকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে ধরে নিচ্ছে।
- আজকে যেসব ছাত্ররা আন্দোলন করছে তারা কেউই রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থে মাঠে নামেননি। তারা মাঠে নেমেছে তাদের সহপাঠী দের হত্যার বিচার চাইতে, তারা মাঠে নেমেছে পুলিশ প্রশাসনকে এই শিক্ষা দিতে যে, "আপনাদের কিঞ্চিৎ সততাই পারে দেশের সমস্যা দূর করতে"
- এই যে ছাত্ররা নিজের পয়সায় আন্দোলন করছে তারা কোনো রাজনৈতিক দলের লোককে ছাড় দিচ্ছে না, তাদের কাছে সরকার এবং বিরোধী দলের নেতা কর্মী উভয়ের অবৈধতা ধরা পড়ছে।
- দেশকে ভালবাসে বলেই তারা পেরেছে অসম্ভবকে সম্ভব করতে। দেশকে ভালোবাসতে হলে রাজনীতি করা লাগেনা, রাজনৈতিক নেতাদের মধ্যে দেশপ্রেম থাকেনা।

No comments:

Post a Comment

চারুর স্মৃতিপট এর কিছুকথা

- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...