Thursday 7 March 2019

(অ) মূল্য

- আমার কাছে কোনো কিছুরই মূল্য নেই, না আছে ভোগ-বিলাসিতার না আছে অর্থ-সম্পদের। এক কাপ চায়ের মূল্য পাঁচ থেকে দশ টাকা, শেষ করতে সময় লাগে পাঁচ মিনিট শরীরে এর রেশ থাকে সর্বোচ্চ আধ ঘন্টা। - চাইনিজ রেস্টুরেন্টের খাবারের অনেক দাম, আমাদের বাসার ডাল ভাত ওই খাবারের চেয়ে বেশী পরিমানে খাওয়া যায়, তাহলে দামি খাবার সুস্বাদু হলেও চাহিদার দিক থেকে হেরে যায়। তিন বেলা চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস কদাচিৎ হাইব্রিড বাঙালীর থাকে। - মানুষ সময়কে অমূল্য সম্পদ বললেও রাস্তা পার হওয়ার সময় মাথায় রাখে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। আবার ক্ষেত্রবিশেষ দেখা যায় কিছু মানুষ খুব শীঘ্রই তাদের মৃত্যু কামনা করে, তাদের কাছে না আছে সময়ের মূল্য না আছে জীবনের মূল্য। - বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ (হয়তো) ব্ল্যাক ডায়মন্ড অর্থাৎ কালো রঙের হীরা কে ধরা হয়। এই মহামূল্যবান সম্পদটি কি পারে কারো জীবন বাঁচাতে, এই সম্পদটি কি পারে বাংলাদেশের এক কোনায় পড়ে থাকা জীর্ণ-শীর্ণ কুটিরের সেই বৃদ্ধা মহিলার মুখে দুই লোকমা খাবার তুলে দিতে? - এতো এতো মূল্যবান বস্তুর ভীড়ে কিছু আবেগপ্রবণ মানুষ মনে করেন বন্ধুত্বের মূল্য জীবনের চেয়েও অনেক বেশী, প্রয়োজনে নিজের জীবন দান করে হলেও এই সম্পর্ক টিকিয়ে রাখা উচিৎ। কিন্তু আমি বলবো পাঁচ টাকার এক কাপ চায়ের থেকে এই বন্ধুত্বের মূল্য খুব বেশি নয়। পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ স্বার্থ লুকিয়ে থাকে এই সম্পর্কটির মাঝে। আর স্বার্থ হলো যুদ্ধের প্রধান কারণ। মূলকথা হলো, বন্ধুত্ব থেকেই অধিকাংশ যুদ্ধের উৎপত্তি। - বন্ধুত্বের এই (কু)মহান সম্পর্কটি টিকিয়ে রাখতে হলে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হয়। খুব বেশী কাছাকাছি চলে আসলে স্বার্থের জন্য এই সম্পর্ক নষ্ট হতে শুরু করে, আবার খুব বেশী দূরে চলে গেলে অবহেলার কারণেও নষ্ট হতে পারে।

No comments:

Post a Comment

চারুর স্মৃতিপট এর কিছুকথা

- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...