Sunday 30 January 2022

How to forgot past?

কয়েকদিন আগে Quora তে প্রশ্ন করেছিলাম, "How to forgot past?"

অনেকগুলো পজেটিভ উত্তর পেয়েছিলাম। সবগুলো উত্তর একসাথে করলে সারমর্ম দাঁড়ায়, "All about ignore and forgive" অর্থাৎ ইগনোর করতে হবে আর ক্ষমা করতে হবে। আসলে ইগনোর তখনই করা যায় যখন আপনি অতীতের কোনো খারাপ অনুভূতির জন্য কাউকে দায়ী না করে তাকে ক্ষমা করে দিবেন। 

অতীত কখনোই ভুলে থাকা যায়না, আপনার বর্তমান জীবনের ভালো খারাপ যেকোনো ঘটনায় ই অতীত এসে সামনে দাঁড়িয়ে যাবে। যদি আপনি বর্তমানে খারাপ থাকেন তাহলে অতীতের ভালো স্মৃতি গুলো আপনাকে মানুষিকভাবে আরো খারাপ দিবে, আর যদি ভালো থাকেন তাহলেও অতীতের খারাপগুলো আপনাকে যন্ত্রনা দিবে। 

এজন্য সর্বাবস্থায় অতীতের মানুষ গুলোকে ক্ষমা করে দিতে হবে। আর হ্যাঁ কেউই একা চলতে পারেনা সেজন্য বর্তমানে এমন কাউকে সিলেক্ট করতে হবে যাকে নির্দ্বিধায় অতীতের সবকিছু শেয়ার করা যায়। যে মানুষটা আপনার অতীত নিয়ে অভিযোগ কিংবা করেনা বুঝতে হবে সে পুরো পৃথিবীর বিপরীতে আপনাকেই চায়। সে মানুষটাকে হারাতে দিবেন না প্লীজ, তাকে ধরে রাখুন শক্ত করে। দেখবেন সে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনোই ভাবতে পারেন নি।

No comments:

Post a Comment

চারুর স্মৃতিপট এর কিছুকথা

- যেদিন আকাশে অনেক তারা ছিল সেদিন তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে মধ্যরাতে ছাদে নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলে। তুমি গোধূলি ভালোবাসতে, কৃষি কলেজের ঘাঁষগ...